চট্টগ্রামের মীরসরাইয়ে বাড়ির ছাদে সাইকেল চালাতে গিয়ে ছাদ থেকে নীচে পড়ে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের ব্যবসায়ী আলা উদ্দিনের ছেলে। নিহতের নাম রওনক হাসান (৬)। সে জোরারগঞ্জ জে,বি শিশু কানন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সূত্রে জানা যায়, সোমবার বিকালে জোরারগঞ্জ বাজারস্থ তাদের নিজস্থ নব নির্মানাধীন বাড়ির একতলার ছাদে সাইকেল চালাতে যায়। সাইকেল চালোনোর সময় ছাদের রেলিং না থাকায় হঠাৎ নীচে পড়ে মারাতœক আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার দুপুর ১২টায় সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।