নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদর এলাকায় ছাত্রলীগের দুপক্ষের ক্ষমতার দাপটকে কেন্দ্র করে অন্তঃদ্বন্ধের জের ধরে সোমবার ( ১০ আগষ্ট) দুপুর ১টায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় এক ছাত্রলীগ নেতা। এতে পাল্টা হামলার আশংকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুপক্ষের পরস্পর বক্তব্য থেকে জানা গেছে মীরসরাই উপজেলা সদরস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মুখস্থ মদীনা হোটেল থেকে চা খেয়ে বের হচ্ছিল মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন রুবেল। এসময় চায়ের দোকানের সম্মুখেই প্রতিপক্ষ আশরাফ, সালমান, মোরশেদ ও আরাফাত এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা ছুরিকাঘাত করে গুরুতর করে রুবেলকে। এসময় আসেপাশের লোকজন ছুটে এসে রুবেলকে প্রথমে সেবা হাসপাতালে ও পরে চমেক প্রেরণ করে। জানা গেছে রুবেল গুপের নেওয়াজ, লিট, জাফরের সাথে দীর্ঘদিন উক্ত পক্ষের ক্ষমতার দ্বন্ধ নিয়ে উষ্ণ লড়াই চলছিল। এই বিষয়ে রুবেল পক্ষের মীরসরাই পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল বলেন রুবেল চা খেয়ে দোকন থেকে বের হবার পর অতর্কিত এভাবে হামলায় আমরা হতবাক। আবার হাসপাতালে এসে চমেক নেয়ার জন্য এম্বুলেন্সে তোলা হলে সেখানে ওরা হামলা করে। অথচ মাথায় ও পেটে আশংকাজনক জখম হওয়া সহকর্মীকে বাঁচাতে আমরা সহমর্মিতার পরিচয় দিয়েছি। এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসাইন বলেন আজকের ঘটনাটি সম্পূর্ণ অনাকাংখিত, আমরা এই বিষয়ে একটি সমঝোতা বৈঠকের মাধ্যমে সাংগঠনিক উদ্যোগ গ্রহন করবো। সর্বশেষ বিকেল নাগাদ এলাকায় দুপক্ষের মধ্যে পাল্টা হামলার আশংকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এই বিষয়ে মীরসরাই থানার ওসি অপারেশন দীনেশ দাস গুপ্ত জানান বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি আর কোন উত্তেজনা থাকবে না।