নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ মীরসরাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ। গতকাল সোমবার (৩১ জুলাই) বিকালে জেলা কমিটির সভাপতি বখতেয়ার সাঈদ ইরান ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী এক বছর পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পালন করবে বলেও তাতে উল্লেখ করা হয়।
এর আগে ২০১৬ সালের ২৬ নভেম্বর দলের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে ভোটাভুটির মাধ্যমে সভাপতি রাসেল ইকবাল ও সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসাইন নির্বাচিত হন। এতে দলটির কয়েকশ কাউন্সিলর ভোট প্রদান করেন। এরপর দীর্ঘ ৮মাস ধরে পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া থেমে ছিল। অবশেষে সোমবার কমিটির অবয়ব ঘোষণা করা হলেও জানানো হয়নি পদবী প্রাপ্তদের নাম।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব জানান, ‘আগামী দু’একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাসেল ইকবাল চৌধুরী জানান, ‘সোমবার জেলা সভাপতি সম্পাদক পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছেন। আশা করছি আগামী দু’একদিনের মধ্যে কমিটির নাম ও পদবী সংবলিত তালিকা আমাদের হাতে পৌঁছাবে।’