মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলায় আহত-১০

বিশেষ প্রতিনিধি : মীরসরাই উপজেলার উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের সিপি এলাকায় গত রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে হামলা- পাল্টা হামলায় অন্তঃত ১০ জন আহত হয়েছে। সোমবার ও দিনভর উক্ত এলাকায় বিরাজ করছিল টান টান উত্তেজনা ও আতংক।
আহতও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের সামনে পূর্ব ঘটনার জের ধরে স্থানীয় ছাত্রলীগ কর্মী তারেক হোসেন, জাবেদ হোসেন, লিটন হোসেন ও সাইফুল ইসলাম এর উপর হামলা চালায় যুবলীগ কর্মী সোহেল, বশর, ইলিয়াছ ও হাসান গ্রুপ। এসময় হামলায় বাঁধা দিতে এলে বদিউল আলম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহতাবস্থায় তারেক হোসেনকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরে তার অবস্থার অবণতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া আরো আহত ছাত্রলীগ কর্মী যথাক্রমে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাবেদ হোসেন (১৯), সীতাকুন্ড ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আলমের পুত্র তারেক হোসেন (১৮), মৃত আমিরুজ্জামানের পুত্র বদিউল আলম (৫০), শাহ আলমের পুত্র লিটন হোসেন (১৬), আবুল খায়েরের পুত্র সাইফুল ইসলাম (২০)। আহত ছাত্রলীগ কর্মী তারেক হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তার অবস্থা সর্বাধিক আশংঙ্কাজনক বলে জানা যায় । এবিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া জানান উক্ত ঘটনার জন্য কোন অভিযোগ এখনো তিনি পান নি। তবু ঘটনা অবগত হয়ে তিনি সেখানে পুলিশ মোতায়েন করেছেন।