Friday, January 17Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

15820040_1063639313746783_621371467_nনিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় প্রতিষ্ঠার ৩৮ তম বার্ষিকী উপলক্ষে মীরসরাইতে ও আয়োজন করা হয় দলের বিভিন্ন কর্মসূচির । ১ জানুয়ারি (রোববার) দুপুর ১২ মীরসরাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রদলের নেতা আবদুর রহিম, রুবেল ভুঁইয়া, মুহাম্মদ ফরহাদ হোসাইন, শেখ ফরিদ, ইকবাল, হাসান মাহমুদ, কাজী সাজ্জাদ, তৌহিদুল ইসলাম ইলিয়াছ মাসুদ, নওশেদ, মোহাম্মদ রাসেল, আমজাদ হোসেন(রুবেল) মো: বাবু, আজাদ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রনেতা কর্মীবৃন্দ।