নিজস্ব প্রতিবদেকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে গরীব, অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মীরসরাই পৌরসভা এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
এইসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সহ-সভাপতি হোসেন মোহাম্মদ মাসুম সহ প্রমুখ।
উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল এর অনুপ্রেরণা ও প্রত্যক্ষ দিক নির্দেশনায় চলমান করোনা ভাইরাসের (কোভিড ১৯) প্রাদুর্ভাবে মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে মানবিক খাদ্য সহায়তা বিতরণের চলমান কর্মসূচির আলোকে অসহায় পরিবারের সার্বিক খোঁজ খবর নেওয়া সহ তাদের পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে রমজানের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।