Saturday, December 14Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ


নিজস্ব সংবাদদাতা॥ মীরসরাইয়ে ঘূর্ণিঝড় ফনীর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এর উদ্দ্যোগে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়। গতকাল সোমবার সাড়ে ১১টায় উপজেলার চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এই সময় আরো উপস্থিত ছিলেন, ৬নং ইছাখালী চেয়ারম্যান নুরুল মোস্তফা, ১০ নং মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের, প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক রফিক উদ্দিন, সমবায় কর্মকর্তা দিপক দাস সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ২৫ পরিবারকে প্রতিজন ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর আশ্রায়ন প্রকল্প আওতায় সমবায় অফিসের উদ্দ্যেগে ক্ষতিগ্রস্থদের ঋণ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।