Tuesday, February 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে গরীব ও দুঃস্থদের মাঝে শান্তিনীড়ের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক…
মীরসরাইয়ের গরীব ও দুঃস্থদের মাঝে ৭ম বারের মত ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠণ শান্তিনীড়। শনিবার (২৪ জুন) বিকালে সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে বারইয়ারহাট পৌরসভাস্থ শান্তিনীড়ের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন। এসময় ২৪৪টি পরিবারের মাঝে সেমাই, চিনি, চাল, ডাল, পেয়াজ, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শান্তিনীড় উপদেষ্টা ও কাষ্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, মীরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আলীম উদ্দিন, পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, শান্তিনীড়ের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সহ-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী, তথ্য সম্পাদক মাঈন উদ্দিন, প্রচার সম্পাদক রাজু কুমার দে, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য শাহীনুল ইসলাম রোমেল, সদস্য গোলাম কিবরিয়া লিটন, সাংবাদিক এম মাঈন উদ্দিন, ওমর ফারুক জনি, একরামুল হক, আবু বকর রিশাত, রায়হান চৌধুরী, আলী জাবের, শাহীন, ইসমাঈল হোসেন খোকন, মো. ইউসুফ, মো. আক্তার হোসেন, শাখাওয়াত হোসেন সেতু, সাদমান রহমান সময়, ইয়াছিন শরিফ প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি ২০১১ সাল থেকে টানা ৭ম বারের মত গরীব ও দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছুয়ে দিতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।