মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মধ্য মান্দার বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার ও স্বাস্থ্য সচেতনা শিক্ষা কার্যক্রম গতকাল ২৬ আগষ্ট (সোমবার) সকাল সাড়ে ১০টায় অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ক্ষুদে ডাক্তার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও এটি একাডেমী অধ্যক্ষ মাষ্টার নুরুল আনোয়ার সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিয়া বেগম, সহকারী শিক্ষিকা মধ্যে উপস্থিত যথাক্রমে ছিলেন কামরুন নাহার, জমিলা বেগম ও পান্না রানী দাশ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
উক্ত ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ কার্যক্রম মধ্যে ১৫জন শিক্ষার্থীকে ওজন ও উচ্চতা মাপা এবং দৃষ্টি শক্তি পরিক্ষা প্রশিক্ষন প্রদান করা হয়।