নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় হত্যা চেষ্টার মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল ৮ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট গ্রীণ টাওয়ারের সামনে থেকে তাকে আটক করে জোরারগঞ্জ থানার এএসআই মো. শওকত। আটককৃত মেজবাউল আলম (২৫) জয়পুর পূর্ব জোরার গ্রামের আবদুল হাদীর ছেলে। সে এই মামলায় । সে জোরারগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত এজাহার নামীয় ১নং আসামী ছিলো (জিআর ৩০১/১৫)। জোরারগঞ্জ থানার এএসআই শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে বারইয়ারহাট গ্রীণ টাওয়ার মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য বিগত ২০১৫ সালের ২৬ অক্টোবর পারিবারিক বিষয় নিয়ে জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের জয়পূর পূর্ব জোয়ার এলাকায় একই বাড়ীর সুলতানা রাজিয়াদের সাথে মেজবা গংদের ঝগড়া হয়। এসময় সৃষ্ট ঝগড়া থামাতে যেয়ে নুরের নাহার (৪৫) এবং তার স্বামী নুরুল আপছার (৬০) মেজবা গংদের হামলার শিকার হয়।