Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে এলজি, তিন রাউন্ড কার্তুজসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১০ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময় জাহাঙ্গীর আলম (৩৭) নামের একজনকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম ফেনী জেলার ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের পুত্র।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোলাগামী তোফা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মীরসরাই থানা পুলিশ। এসময় একটি এলজি, তিন রাউন্ড কার্তুজসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, চট্টগ্রামের পাঠানটুলি থেকে জাহিদ নামের এক ব্যক্তি ১০ হাজার টাকার বিনিময়ে অস্ত্রটি তাকে ফেনীর পৌঁছে দেওয়ার জন্য দেয়। ফেনীর কসকা নামক স্থানে কামাল নামের এক ব্যক্তির নিকট অস্ত্রটি পৌঁছে দেওয়ার কথা ছিলো। পথে পুলিশ তাকে আটক করে।