নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবি (আনজুমান-বদিউল আলম) ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৬ মার্চ উত্তর দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিবারের মতো এবার ও পালিত হয়।
দিনের প্রথম প্রহরে কালীতল উত্তর দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী ও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ১০টা থেকে উক্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়। দুপুর থেকে দেশাত্ববোধক ,আধুনিক গান,পল্লীগীতি,নৃত্য,
আবৃত্তি,ইসলামী সঙ্গীত, মনের মতো সাজসহ সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাষ্টার সমর রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে মাষ্টার গোপী কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা ,বিশেষ অতিথী ছিলেন ইউ পি সদস্য আবুল হোসেন রাইটার,সমাজসেবক আকবর হোসেন, মাষ্টার অব ওয়ারেন্ট অফিসার (অবঃ) আমিন শরীফ, আজিজুল হক মেম্বার, জাহাঙ্গীর কবির শামীম,মুক্তিযোদ্ধা সামছুল আলম মেম্বার,মাষ্টার পরিমল দে,মাষ্টার বরুন চক্রবর্র্তী, সিরাজুল ইসলাম, এনামুল হক,ইব্রাহিম, আবুল কাশেম, জহল লাল নাথ, আব্দুর রহমান, আনোয়ারুল হক নিজামী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক উষা রঞ্জন চ্ক্রবর্তী, আবু জাফর,যোগোমায়া চক্রবর্তী, আমেনা বেগম,রাজিয়া সুলতানা,ঝরিনা বেগম,শিরিনা আক্তার, সুর্বণা চ্ক্রবর্তী, নাজমুল আবেদীন প্রমুখ
এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকান প্রবাসী ও সাবেক ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা, সমাজসেবক তোফায়েল আলম সোহাগ অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত অতিথিবৃন্দ, ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।