Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা

নিজস্ব প্রতিনিধি ॥

মীরসরাইয়ে এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেন এক মা। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদরে বেসরকারি হাসপাতাল মাতৃকা হাসপাতালে তিন সন্তান জন্ম দেওয়া ওই মায়ের নাম তাজনুর বেগম (২২)। বর্তমানে মা ও সদ্যজাত তিন শিশু সবাই সুস্থ রয়েছেন।

মাতৃকা হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিরার উপজেলার সাহেরখালী এলাকার জাফর আলীর সহধর্মিনী তাজনুর প্রসব ব্যথা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হন। রাতে অস্ত্রপাচারের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি।

চিকিৎসক টিমের প্রধান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম বলেন, ‘জটিল নয়, অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুগুলো ভূমিষ্ঠ হয়। বর্তমানে প্রসূতি এবং তিন শিশু পুরোপুরি সুস্থ রয়েছে। তারা মায়ের বুকের দুধও খাচ্ছে। অস্ত্রপাচারকারী টিমে প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলমের সঙ্গে সংযোগী হিসেবে ছিলেন ডাঃ জোবেদা, ডাঃ রবিউল ইসলাম প্রমুখ।
এদিকে, একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম নিয়েছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই তাদের দেখতে হাসপাতালে ভিড় জমান। কেউ কেউ মিষ্টি ও ফুল নিয়ে প্রসূতিকে শুভেচ্ছা জানান।