নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার হাজী রেনু মিয়া শপিং কমপ্লেক্সে ব্যাংক এর ২য় ব্যাংকিং বুথ এর উদ্বোধন করেন ব্যাংকের রিটেইল ও এসএমই প্রধান এম খোরশেদ আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, লায়াবিলিটি ও ওয়েলথ এর প্রধান জনাব সৈয়দ জুলকার নাঈন, এজেন্ট ব্যাংকিং এর প্রধান মোঃ বিন মজিদ খান, এরিয়া হেড তাপস চক্রবর্তী, জি এম ফরহাদ সারোয়ার ও কর্পোরেট এর প্রধান মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী।