নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে এক ইউপি সদস্যকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তার নাম বেলায়েত হোসেন ওরফে গাঁজা বেলাল (৩০)। সে উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য। বৃহস্পতিবার রাত ১০ টায় বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক মামলাসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এসময় একই স্থান থেকে ২টি ইয়াবাসহ সুমন নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেন জোরারগঞ্জ থানা উপ-পরিদশর্ক নাজমুল হোসেন।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, বৃস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামী গাঁজা বেলালসহ দুই জনকে বারইয়ারহাট থেকে আটক করা হয়েছে।