Wednesday, February 12Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

Mirsarai Pic-30.07.16.jpg.,...

নিজস্ব প্রতিবেদক_ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয়ে কিছু বিপদগামী তরুণ জঙ্গি ও সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ছে। যারা জঙ্গি হচ্ছে তারা মুসলমান নয় তারা ইহুদি। কারণ প্রকৃত ইসলামের শিক্ষা থাকলে এবং মুসলমান হলে মানুষ হত্যার মতো জগণ্য কাজে লিপ্ত হতোনা। আ.লীগ সরকার দেশ থেকে এসব জঙ্গিবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। গতকাল শনিবার (৩০ জুলাই) মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। স্থানীয় হাবিলদার বাসা ক্রীড়া সংঘের আয়োজনে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছালেক কোম্পানীর সভাপতিত্বে এবং ক্রীড়া সংঘের সদস্য আব্দুল্লাহ আল হামিদ সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আ.লীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল হোসেন, করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য মহিউদ্দিন রাশেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও হাইতকান্দি ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান নাছির উদ্দিন হারুণ, চেয়ারম্যান মফিজুল হক, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউপি সদস্যদের শুভেচ্ছা জানান করেরহাট বাজার কমিটি, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, উদয়ন ক্লাব, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন।