নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ ফেব্রুয়ারি (রবিবার) মীরসরাইয়ে আশা‘র উদ্যোগে আবুতোরাব ব্রাঞ্চে তিন দিন ব্যাপী ফিজিওথেরাফী ক্যাম্প অনুষ্ঠিত হয়। আশা আবুতোরাব ব্রাঞ্চের ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মীরসরাই উপজেলা ব্রাঞ্চের ম্যানেজার আবু আহমেদ। ফিজিওথেরাফী ক্যাম্পিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা‘র জেলা ব্যবস্থাপক তৌফিক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। ফিজিওথেরাফী দেয়ার কারণ ও কেন প্রয়োজন এই বিষয়ে রোগীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডাক্তার গোলাম সরোয়ার।
প্রধান অতিথি বলেন, আশা শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রেও সমান ভুমিকা পালন করছে সারা বাংলাদেশে।
তিন দিনে প্রায় ১৫০জন রোগীকে ফিজিওথেরাফী দেয়া হবে।