সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে আলোর দিশারী শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

IMG-20170125-WA0007-1

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার আজ ২৫ জানুয়ারি (বুধবার) মীরসরাইয়ে আলোর দিশারী শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আলোর দিশারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু ঝিন্টু গোপ এর সভাপতিত্বে এবং আলোর  দিশারী সাধারণ সম্পাদক রিপন গোপ পিন্টু সঞ্চালনায় উদ্বোধন করেন মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোশারফ হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল বশর ফারুক, আরো উপস্থিত ছিলেন মিঠাছরা বাজার উন্নয়ন কমিটি সাধারন সম্পাদক নজরুল হোসেন, ৯নং মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক জামসেদ আলম, মীরসরাই কমার্স কোচিং সেন্টারের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক সোহাগ হোসেন সহ প্রমুখ।
উক্ত উদ্বোধনী খেলায়  প্রতিদন্ধিতা করেন মিঠানালা স্পোটিং ক্লাব বনাম PFC একতা বন্ধন চট্টগ্রাম। PFC একতা বন্ধন চট্টগ্রামকে ১৯ রানে হারিয়ে মিঠানালা স্পোটিং ক্লাব  জয়লাভ করে।