Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ এপ্রিল (শনিবার) দুপুর ২টা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলম, আজগর হোসেন কাজমী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জিয়াউর রহমান সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আতাউর রহমান তার বক্তব্যে বলেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়ে শিক্ষার কোন বিকল্প না। তাই ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।