Thursday, December 12Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ঃ

মীরসরাই উপজেলায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪৮তম ফুটবল টুর্নামেন্ট ০২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় মীরসরাই স্টোডিয়ামে শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪৮তম ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, ক্রীড়া শিক্ষক দিদারুল আলম, সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ, পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক, সহকারি প্রধান শিক্ষক রণজিত দাস, ক্রীড়া শিক্ষক বাইরুল ইসলাম, হেড মাওলানা, আবু নছর, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামশেদ আলম, মীরসরাই পৌর বাজার কমিটির প্রচার সম্পাদক নুর উদ্দিন সহ প্রমুখ।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪৮তম ফুটবল টুর্নামেন্টে প্রথম খেলা পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ও নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে নিজামপুর মসলিম উচ্চ বিদ্যালয় জয় লাভ করে।