সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে অবৈধ অস্ত্র ও ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ১টি বন্দুক ও ৯০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হল মাদক সম্রাট রফিকের স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও মৃত আবু তাহেরের পুত্র আবু জাফর মো: সালেহ্ রিফাত (২৮)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন গনকছরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গনকছরা এলাকায় মাদক সম্রাট রফিকের ঘরে অভিযান চালায় পুলিশ।
এসময় তার স্ত্রী মরিয়মকে ৯০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। এছাড়া ওই ঘরে ফেন্সিডিলসেবনকারী আবু জাফর মো: সালেহ রিফাতকে এক রাউন্ড কার্তুজ ও দেশীয় বন্দুকসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে মাদক সম্রাট রফিক পলাতক রয়েছে।
থানার ডিউটি অফিসার এস আই আরিফ জানান, ফেন্সিডিল ও অবৈধ অস্ত্র রাখার দায়ে আটককৃতদের বিরুদ্ধে ২টি মামলা (নং- ১২ ও ১৩) দায়ের করা হয়েছে।