Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ২ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

 

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকা, ২ পরিবারের বাড়ি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যাড উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড জলদাস পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্থ স্বপ্না রানী (৩০) জানান গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত চারপশে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ অপর পরিবারের দিলীপ জলদাস (৪৫) আমি ৩ লক্ষ টাকা ঋণ সহ ধার নিয়ে নতুন ঘর সহ আসবাবপত্র নিয়ে বাড়ী তৈরী করেছি কিন্তু আগুনে আমার সব কিছু নিয়ে শেষ। গ্রামবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততোক্ষনে সব পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য শহিদুল্লাহ ক্ষতিগ্রস্থদের পাশে থাকার জন্য এলাকাবাসীর কাছে মানবিক আবেদন জানান। ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন আমার পরিষদের পক্ষ থেকে ও সাধ্যমতো ক্ষতিগ্রস্থদের পাশে থাকবো।