নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। মঙ্গলবার ( ২০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার সাহেরখালী ইউনিয়নে ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর দক্ষিণ মঘাদিয়া গ্রামের হৈয়া মিয়ার বাড়ীতে উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ আমান উল্ল্যাহ জানান তাঁর লাড়কির চুলার থেকে আগুনের সুত্রপাত হয় পরে পাশে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা হলেন লিয়াকত আলী, মফিজুল হক, শহিদুল উল্ল্যাহ, আমান উল্লাহ, গোলাম কাদের, কামাল উদ্দিন, হামিদ উল্লাহ, শাফায়েত উল্লাহ, মকসুদ আহম্মেদ সহ অন্তঃত ১০ টি কাচা, আধাপাকা ঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে অনেকের জমির দলিল, নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকার সহ সর্বস্ব পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতির হয়েছে বলে জানান তারা।
স্থানীয় চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সামর্থ অনুযায়ী মানবিক সাহায্য প্রদান করেছি।
মীরসরাই থেকে ফায়ার সার্ভিস আগুন লাগার ৩০ মিনিট পর পৌছালেও ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।