নিজস্ব প্রতিনিধি ঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম গ্রামের জসিম মাস্টারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গেলে জসিম মাস্টার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। অগ্নিকান্ডে ঘটনায় তার দুই ভাই মৃত মহিউদ্দিন ও মৃত জামাল উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, ঘটনার সময় গৃহস্থরা কেউ ঘরে ছিলেন না। আগুনের সূত্রপাত কিভাবে ঘটলো এমন প্রশ্নে তিনি জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি তিনি সঠিকভাবে জানেন না। তবে পাশবর্তি ঘরের জনৈক মাসুমা সকালে সেখানে রান্না করেছিল বলে তিনি জানতে পেরেছেন। এদিকে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যথায় পাশবর্তি ঘরটিও পুড়ে ছাই হয়ে যেত। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৪নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভুঁইয়া। তিনি ক্ষতিগ্রস্থতের প্রয়োজনীয় সহায়তার আশ^াস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।