Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ের হিঙ্গুলীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

14906994_1789979817923506_636386296809769953_n

নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড বুলেটসহ এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মো. রফিক (২০)। সে পশ্চিম হিঙ্গুলীর গনছরা গ্রামের জহুরুল হকের ছেলে। সে বারইয়ারহাট পৌর বাজারের মোবাইল ব্যবসায়ী বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই এনায়েত, ইমরান ও ইকবাল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে আমেরিকার তৈরি ৭.৬৫ মডেলের একটি পিস্তল ও তিন রাউন্ড বুলেট উদ্ধার। তার বিরুদ্ধে জোরারগঞ্জ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।