নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে যায়। এতে ঐ বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসের এক যাত্রী মোঃ জাহাঙ্গীর আলম জানান,আজ সকাল ১০টায় এশিয়া লাইন (পাবনা-ব-১১-০০২০) বাসটি ৪৫জন যাত্রী নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্যেশ্যে যাত্রা শুরু করে। দুপুর ১২টা ৩০ মিনিটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনা পাহাড় এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে উল্টে খালে পড়ে যায়। এতে করে ঐ বাসে থাকা অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে এবং সামান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য বাসে করে গন্তব্যে চলে গেছে। এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটানকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক এবং সহযোগী কাউকে পাওয়া যায়নি।