নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৬ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের বানাতলী মুরাদপুর এলাকার জলদাশ পাড়ায় আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
মীরসরাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই অঞ্চলের পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক জাহাঙ্গীর কবির চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, ইউসুফ মাষ্টার, তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, তোফাজ্জেল হোসেন চৌধুরী মাসুদ ,নাজিম উদ্দিন প্রমুখ। প্রাথমিকভাবে জলদাশ পাড়ার ৩৯ পরিবারে বিদ্যুতায়ন করা হয়।