নাছির উদ্দিন : ঢাকা চট্টগ্রাম রেল রুটের মীরসরাইয়ের বাইয়ারহাট রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত (৭০) বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় এই দূর্ঘটনা ঘটে। বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় গেইটম্যানের দায়িত্বে থাকা আরিফ জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের সময় এই রুট দিয়ে আপ লাইনে আসা ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাওয়ার সময় রেলক্রসিং থেকে ১০গজ উত্তরে ট্রেন লাইনে হেটে যাওয়ার পথে অজ্ঞাত বৃদ্ধাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ থানার এসআই ফজলু জানান, আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।