মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি :: মীরসরাই পৌর বাজারের এক তরুন ব্যবসায়ী সহ দুই যুবক ফেনী থেকে মালামাল আনতে গিয়ে মহাসড়কে দূর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মীরসরাই পৌরবাজারের মুনতাহা টাইলস এর স্বত্তাধিকারী মনোয়ার উদ্দিন রনি ( ৩৪) ও পিকআপ চালক মামুন ( ৩২) বৃহস্প্রতিবার দুপুর ১২টায় একটি পিকআপ নিয়ে ফেনী যায় দোকানের মালামাল আনতে। রনির চাচা জসিম উদ্দিন জানায় দুপুর ২টায় ফেরার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় একটি লরি তাদের মুৃখোমুখি ধাক্কা দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হয়। মীরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান ফাজিলপুর ফাঁড়ি থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় নিহতদের বাড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে।