Monday, February 10Welcome khabarica24 Online

মীরসরাইয়ের জোরারগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফারুক ইমন: চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দশ নং ঘোপাল ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে ফ্রেন্ড সার্কেল বারইয়ারহাট একাদশ।

উক্ত খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি সুকুমার বনিক ও সম্পাদক রিয়াজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে,জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন,সম্পাদক প্রসার কান্তি বডুয়া,শিক্ষক সুভাষ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন মান্না, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ইমন,নাজিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মানারাত আহাম্মদ চৌধুরী,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক বিধান কর,আবু ওয়াহিদ প্রমুখ।