Sunday, February 16Welcome khabarica24 Online

মীরসরাইয়ের করেরহাটে ডিজিটাল ল্যাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

মীরসরাইয়ের করেরহাটে আধুনিক রোগ নিরূপনের জন্য ডিজিটাল ল্যাব (KDL) এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) সকালে ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মুহাম্মদ গোফরানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্যাহ রিপন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম. আবুল হোসেন।
এসময় রাজনীতিবিদ, সমাজ সেবক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।