বিশেষ প্রতিনিধি-
২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে তরঙ্গ-২৪ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তরঙ্গ-২৪ এর সভাপতি ইমরান খান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরঙ্গ-২৪ এর প্রধান উপদেষ্টা ডেপুটি এটর্নি জেনারেল এডঃ সাইফুর রহমান। কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের বর্তমান পরিস্তিতিতে অরাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এগিয়ে আসা প্রয়োজন , আগামীর ভবিষ্যৎ হচ্ছে তোমাদের ভবিষ্যৎ। তোমরাই সন্ত্রাসমুক্ত, অন্যায়মুক্ত বাংলাদেশ গড়বে যেখানে সকল মানুষ যার যার অবস্থান থেকে দেশ পরিচালনা করবে। উক্ত পরিচিতি সভায় আরও উপস্তিত ছিলেন, তরঙ্গ-২৪ এর উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর নিজাম উদ্দিন , জামাল উদ্দিন ও মোশারফ হোসাইন, মীরসরাইয়ের সাংবাদিক আশরাফ হোসাইন ,মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ ও দিদারুল আলম সহ তরঙ্গ-২৪ এর কার্যকরি পরিষদ এর সদস্যবৃন্দ প্রমুখ।