মীরসরাই প্রতিনিধি ::
ভূমি সপ্তাহ উপলক্ষে মীরসরাই উপজেলা সহকারি কমিশনার ভূমি এর কার্যালয় সহ উপজেলার সকল ভূমি অফিসকে দালালমুক্ত করার ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমি জামিউল হিকমা।
এই উপলক্ষে রবিবার ( ২২ মে) সকাল সকাল ১০টায় উপজেলার সহকারি কমিশনার ভূমি এর কার্যালয় প্রাঙ্গনে উপজেলার সহকারি কমিশনার ভূমি জামিউল হিকমা এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। এসময় আরো বক্তব্য কানুনগো কিরিটি রঞ্জন চাকমা, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বক্তব্য প্রদানকালে বলেন দেশ যে স্বনির্ভরতায় সক্ষমতার পথে চলছে তার প্রমান পদ্মা নদীর উপর বঙ্গবন্ধু সেতু। আর টোল নিয়ে বিতর্ক ও অনুচিত কারন সরকার রিজার্ভ ফান্ড দিয়েই এই সেতু নির্মান করেছে। তাই প্রধানমন্ত্রীকে সাধুবাদ দেয়া উচিত এই জন্য যে মানুষকে ভোগান্তির পরিবর্তে উত্তরাঞ্চলের মানুষকে স্বস্থির যাত্রা উপহার দিচ্ছে। এছাড়া নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড দুজনেই সমস্বরে বলেন সরকার ভূমি বিভাগের বিরুদ্ধে প্রচলিত দূর্ণাম গুছাতে এই ভূমি সপ্তাহের উদ্যোগ নিয়েছে। আর আমরা ও একই সাথে ঘোষনা দিচ্ছি যে এই কার্যালয়ের আসেপাশে যেন কোন দালালচক্র না থাকে। আর সেই বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন।