Sunday, January 19Welcome khabarica24 Online

মীরসরাইয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

বিশেষ প্রতিনিধি- যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ২০২৪ সালের  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়।   এই উপলক্ষে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বীর-শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ।   এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি , মীরসরাই থানার ওসি আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি সিফাতুল মাজদার, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার , উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা , সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পন শেষে অতিথিরা অংশগ্রহন করেন মীরসরাই মডেল মসজিদ সম্মুখস্থ মাঠে আয়োজিত কুচকাওয়াজে। কুচকাওয়াজে অংশগ্রহন করে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুন, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড । কুচকাওয়াজের শুরুতে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।