Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইয়ের মঘাদিয়া গাজী টোলা সেন্টার দীঘির প্রাচীণতম স্মৃতি রক্ষার উদ্যোগ


নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা সেল্টার দীঘি রক্ষায় ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবনেতা ও দীঘির ইজারাদার হেলাল উদ্দিন। তিনি জানান কে্উ কেউ এই দীঘি থেকে মিটি বিক্রির অভিযোগ করলে ও প্রকৃত সত্য হলো প্রাচীণ এই দীঘিটি এতোটাই মজে গেছে যে দীঘির মধ্য থেকে কিছু মাটি কেটে না সরালে এই দীঘিতে আর মাছ চাষ ও করা যাবে না। এলাকার প্রায় অর্ধশত উদ্যোক্তা বেকার যুবক এই দীঘিতে মাছ চাষের জন্যই স্থানীয় ভূমি বিভাগ ও প্রশাসনকে অবহিত করে উক্ত দীঘির মাটি কেটে পাড় বেঁধে দীঘির সংস্কার কাজ করা হচ্ছে। তিনি এই বিষয়ে কেউ যেন ভুল না বুঝে প্রয়োজনে সরেজমিনে জেনে নেয়ার অনুরোধ করেন।