নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত যুবক ৩দিন হাসপাতালে চিকিৎসাধিন এর পর বাড়ি ফিরলেই বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহতের নিকটাত্মীয় ও স্বজনরা জানায় গত ২৮ জানুয়ারী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে সড়ক দুঘটনা আহত হয়েছিল ২ যুবক। আহত জাহেদ হোসেন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধিন হলে ও অপর যুবক মোশারফ হোসেন সুমন(২০) কে চিকিৎসকরা প্রতি ১৫ দিন পর চিকিৎসা নিতে বলে ছাড়পত্র দিলে । মঙ্গলবার ( ৩১ জানুয়ারী) তাকে পরিবার মিঠানালা গ্রামের নিজবাড়িতে নিয়ে আসে। কিন্তু গভীর রাতেই সে মত্যুবরণ করে। ভোরে তার মৃতদেহ দেহ দেখে পরিবার স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত সুমন উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর মো: মাহমুদুল হক ছোট পুত্র। পরে সকাল সাড়ে ১১টা তার দাফান সম্পন্ন হয়।