Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

মীরসরাইতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কামরুল হাসান :: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মীসরাই থানা পুলিশের উদ্যােগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় মীরসরাই উপজেলার হল রুমে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমজিবুর রহমান পিপিএম এর সভাপতিত্বে ও পরিদর্শক তদন্ত ওলি উল্ল্যাহর সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সার্কেল এএসপি লাবীব আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক অপারেশান দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, মীরসরাই উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নওশা মিয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নাছির উদ্দীন, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাইয়ুম খাঁন সিদ্দিকী, ১৬নং ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার, মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, জনগনের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সৃষ্টি এতে করে পুলিশ ও জনগণের মাঝে ভ্রান্তিত্ববোধ তৈরি হয়েছে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন,ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রাদায়িক সহিংসতা প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। সভাপতির বক্তব্যে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম বলেন‌ মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে চুরি-ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে পেরেছে মীরসরাই থানা পুলিশ। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে মীরসরাই থানা পুলিশ বাংলাদেশকে একটি মডেল উপজেলা উপহার দিতে সক্ষম হবে।