Saturday, February 8Welcome khabarica24 Online

মীরসরাইতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

index-1

নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামে পানিতে ডুবে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  (৯জুলাই) সকাল ১১টা এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামের  আমান উল্ল্যাহ ভুঁইয়া বাড়ি সাইদুল ইসলামের ছেলে  শরিফুল ইসলাম(চাঁদ) নামে (২)  বছরের শিশু  মর্মান্তিক মৃত্যু ঘটে। সকাল ১১টা সবার সাথে খেলা করছিল শরিফুল ইসলাম সবার অগোচরে বাড়ীর সামনে পুকুরের  পানিতে ডুবে যায়। কিছুক্ষন পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শরিফুল ইসলামকে পানি থেকে ডাঙ্গায় তুলে পেট ছেপে পানি বাহির করার চেষ্টা করে । পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে।