বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘মিসরে মিডিয়ার স্বাধীনতা ভোগ করা যাবে না’

5_4845

মিসরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির সংবাদপত্রের সম্পাদকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি না করেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা এই সাবেক জেনারেল চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার তিনি মিসরের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল সিসি বলেন, গণমাধ্যমকে আরও বেশি স্বাধীনতা দিলে তা দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলতে পারে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর ফাঁস না করে তাদের কাজ করতে দিন। এ সংক্রান্ত কোনো বিষয় সরকারের শীর্ষ পর্যায়কে জানাতে হলে তা সরাসরি তাদের জানান; পত্রিকায় এ খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি করবেন না। ২০১৩ সালের ৩ জুলাই প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল সিসি। এরপর মুরসির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে তাদের ওপর ভয়াবহ গণহত্যা চালায় সেনাবাহিনী। আলজাজিরা।