কায়রো, ২৮ এপ্রিল: মিসরের ক্ষমতাচুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডের আরো ৬৮৩ নেতাকর্মীকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির এক আদালত। মৃত্যুদন্ড সাজাপ্রাপ্তদের মধ্যে সংগঠনটির প্রধান নেতা মোহাম্মদ বদিই রয়েছেন। সোমবার দেশটির দক্ষিণের প্রদেশ মিনাইয়ার একটি আদালত এ রায় দেয়। খবর আল-জাজিরা।খবরে বলা হয়, গত বছরের আগস্ট মাসে মিনইয়া শহরে পুলিশের সাথে মুরসি সমর্থকের সংঘর্ষের ঘটনার মামলায় দেশটির আদালত এই রায় দিয়েছে।এর আগে গত মার্চ মাসে ৫২৯ জন মুরসি সমর্থককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলো দেশটির আদালত। এক সঙ্গে এতো জনকে মৃত্যুদন্ড দেয়ার ঘটনা আলোড়ন তৈরি করে আন্তর্জাতিক মহলে।