শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিশরে মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড

16314_egy

মিশরের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেছে। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে এ রায় দেয় আদালত। মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য তারা। ১ হাজার ২০০ জনেরও বেশি মুরসি সমর্থকের বিরুদ্ধে যে মামলা চলছে, তার একটি অংশের রায় ঘোষণা করা হলো আজ। ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনায় প্রাথমিকভাবে এর বেশি কিছু জানা যায়নি।এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত জুলাই মাসে মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের সময় থেকে মিশরীয় কর্তৃপক্ষ মুরসি সমর্থক ইসলামপন্থীদের ওপর নির্দয়ভাবে চড়াও হয়। একটানা চলতে থাকে দমন-পীড়ন। হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয় এবং শ’ শ’ সমর্থক প্রাণ হারান।