শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

27091_egypt

মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক সেনা প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সদস্যদের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সাংবিধানিক আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদ্যদের মোতায়েন করা হয়। গত জুলাইয়ে অবসরপ্রাপ্ত এ সেনাপ্রধান দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারন করেন। এর পর থেকে তিনি মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর ব্যপক অভিযান চালিয়ে আসছেন। শপথ অনুষ্ঠানে আদালতের উপ প্রধান মাহের সামি বলেন দাবি করেন সিসির ক্ষমতায় আসা কোন অভূত্থান ছিল না। বরং তিনি মানুষের প্রত্যাশার জবাব দিয়েছেন। ৫৯ বছর বয়সী সিসি ৪ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সিসির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্বরত আদলি মানসুর পূণরায় সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।