পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।রবিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন জানান তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। পরে তিনি জানান, পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় এসব আবেদন করা হয়েছে। সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিলেও গ্রেফতারের আশঙ্কায় এখনো পর্যন্ত মাঠে নামেননি। মগ প্রতীক নিয়ে আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।