নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মিরসাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিন্কি আস্তানা এলাকা থেকে আজ রবিবার সকাল ৯টা গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই সুজন পাল সঙ্গীয় ফোর্স নিয়ে কাঠ বোঝাই চট্টগ্রাম মুখি (ঢাকা মেট্টো-চ ১১-১৯৬১) ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার প্রায় ৬ঘন্টা পরে বিকাল ৩টার সময় ট্রাক ও গাছের মালিক ভুজপুর এলালাকার সোনাই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমাম (৩০ কে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এছাড়া আটককৃত ট্রাক তল্লাশি করে সম্প্রতি করাত কলে কাটা ভিবিন্ন সাইজের ১৫০ পিস আকাশমনি কাঠ পাওয়া যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই সুজন পাল জানান, ঘটনার সাথে জড়িত এক জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।