Monday, February 10Welcome khabarica24 Online

মিরসরাইয়ে ৪র্থতম রাত্রিকালীন অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Mirsarai sports news, 08

নিজস্ব প্রতিবেদক ঃ মিরসরাইয়ে ৪র্থতম রাত্রিকালীন অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত ৭ ফেব্রুয়ারী সোমবার সোনাপাহাড় মাঠে রাত ৮টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। সোনাপাহাড় নুরানী স্পোটিং ক্লাবের ব্যানারে শামসুদ্দিন আবির ও ক্লাবের সকল সদস্যদের আয়োজনে উক্ত খেলায় প্রতিদ্বন্ধীতা করেন দুই শক্তিশালী দল ফুটন্ত গোলাফ মিঠাছরা ও নিউ একতা সংঘ জামালপুর। নির্ধারিত বিশ ওভার খেলার পর বিপুল রানে জয়লাভ করে ফুটন্ত গোলাফ মিঠাছরা। আর রানার্সআপ হয়েছে নিউ একতা সংঘ জামালপুর। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মদ ভাসানী, বাজার পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন মেম্বার, মিরসরাই সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন প্রমুখ। খেলাশেষে বিজয়ী দলের হাতে নগদ ১০ হাজার টাকার চেক ও চ্যাম্পিয়ান ট্রপি এবং রানার্সআপ দলের হাতে নগদ ৬ হাজার টাকার চেক ও রানার্সআপ ট্রপি তুলে দেন অতিথি বৃন্ধ।