Friday, January 17Welcome khabarica24 Online

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কলেজ অধ্যক্ষ

নাছির উদ্দিন ঃ
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজ অধ্যক্ষ আমিনুর রসুল। সোমবার (২রা এপ্রিল) দুপুর ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রাম মুখি দাঁড়িয়ে থাকা একটি সেইফ লাইনের পেছনে ধাক্কা লাগে একই মুখি দ্রুতগতির একটি ট্রাকের। এসময় সেইফ লাইনটি পাশবতি একটি দোকানের উপর পড়ে ধুমড়ে মুছড়ে যায়। এঘটনায় ওই সেইফ লাইনে থাকা আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল নিহত হন। ওই কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মিমুল কান্তি ভৌমিক জানান, “স্যার আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে যাচ্ছিলেন। এসময় তিনি এই দূর্ঘটনার শিকার হন।” তার মৃত্যুতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অধ্যক্ষ আমিনুর রসুলের গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই একরাম বলেন, ঘঁনাস্থল থেকে নিহত অধ্যক্ষের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো এবং এর চালকরাও আটক আছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।