বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরণে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে ছিল টি-শার্ট। তার আনুমানিক বয়স ২৫ বছর।জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, রোববার সকালে স্থানীয়রা সোনাপাহাড় এলাকায় বস্তাবন্দী একটি লাশ দেখে পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।