Sunday, February 16Welcome khabarica24 Online

মিরসরাইয়ে বিএনপি নেতা আটক

মিরসরাই প্রতিনিধি ঃ
মিরসরাই উপজেলা যুবদল ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, আটককৃতর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তাতারি পরোয়ানা রয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ৩টায় বারইয়ারহাট পৌর বাজারের গাছ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, মাঈনউদ্দিন লিটনের বিরুদ্ধে একটি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিএনপি নেতাকে আটকের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাসাস উত্তর জেলা সেক্রেটারী শাহিদুল ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (সাময়িক বহিস্কৃত) নুরুল আমিন, কৃষকদল উত্তর জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী প্রমুখ নেতৃবৃন্দ।