শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরপুরে মুশফিকদের প্রস্তুতি শুরু আজ

th

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শিবির শুরু হচ্ছে আজ থেকে। সকাল সাড়ে ৮টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা জাতীয় দলের সহকারী কোচ সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করবেন। তার অধীনেই চলবে প্রথম ক’দিনের অনুশীলন। সদ্য নিয়োগ পাওয়া হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ১০ জুন ঢাকায় এসে তার কাছ থেকে দলের দায়িত্ব নেবেন। সিরিজের প্রথম ওয়ানডে ১৫ জুন। আজকের অনুশীলনে অবশ্য ডাক পাওয়া সবাইকে পাবেন না সারোয়ার ইমরান। ২৩ জনের প্রাথমিক স্কোয়াডের ৫ জন ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। আইপিএল খেলার জন্য ভারতে আছেন সাকিব আল হাসান। তবে জন্ডিস থেকে সুস্থ হয়ে ওঠা অধিনায়ক মুশফিকুর রহিম এবং পিঠের চোট কাটিয়ে ফিরে আসা অফস্পিনার সোহাগ গাজী আজ থেকেই অনুশীলনে যোগ দেবেন। প্রস্তুতি শিবিরের প্রথম কয়েকদিন মূলত ফিটনেস ট্রেনিংয়ে বেশিরভাগ সময় ব্যয় হবে। এ কাজে ক্রিকেটারদের সহায়তা করবেন বিসিবির স্থানীয় ফিটনেস ট্রেনার ইফতি। ৪-৫ জুন দলের সঙ্গে যোগ দেবেন নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারানে। ভারত সিরিজের আগে বোলিং কোচও পেয়ে যেতে পারে বিসিবি। যদিও এখন পর্যন্ত বোলিং কোচের নাম ঘোষণা করেনি বিসিবি। তবে মুশফিকদের বোলিং কোচ হিসেবে সাবেক জিম্বাবুইয়ান পেসার হিথ স্ট্রিকের নাম অনেকটাই চূড়ান্ত। দু-এক দিনের মধ্যে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বলে জানায় বিসিবি।