রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার রাত ১০টার দিকে ফায়ার সর্ভিসের ৩টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সর্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।